দেশের অন্যতম অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ১১তম বছরে পদার্পণ উপলক্ষে গণমাধ্যমটির সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সোমবার (১৩ মে) প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেছেন, একটি রাষ্ট্রে আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ। তাই গণমাধ্যমের বিস্তৃতি একটি দেশের জন্য অপরিহার্য।
বাণীতে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের ব্যাপ্তি যেমন বেড়েছে, তেমনই তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে গণমাধ্যম নতুন নতুন রূপে আবির্ভূত হয়েছে। এরই ধারাবাহিকতায় অনলাইন গণমাধ্যম বর্তমানে পাঠকের নিত্যদিনের প্রয়োজনীয় অনুষঙ্গে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমবান্ধব উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীন বিকাশে সরকার নানান গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। অনলাইন গণমাধ্যমের বিকাশেও সরকার সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দেশের গণমাধ্যম ব্যবস্থাকে শক্তিশালী ও গতিশীল করার জন্য সরকার ২০১৭ সালে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধন দেওয়া হয়েছে তিন শতাধিক অনলাইন নিউজ পোর্টালকে। এছাড়া অনলাইন গণমাধ্যম ব্যবস্থাকে আরও শক্তিশালী ভিতের ওপর প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।
সারা বিশ্বে অপতথ্য ও ভ্রান্ত তথ্যের বিরুদ্ধে লড়াই এখন দৃশ্যমান বাস্তবতা বলেও উল্লেখ করেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই অপতথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত নয়। সত্য তথ্যের অবাধ বিস্তারের মাধ্যমে অপতথ্য ও ভুল তথ্যকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে যাওয়াটা এখন সময়ের দাবি। বাংলাদেশ সরকার এ বিষয়ে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি দেশের অন্যতম অনলাইন গণমাধ্যম হিসেবে বাংলা ট্রিবিউন অপতথ্য ও ভুল তথ্যের বিপরীতে সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাহলে বস্তুনিষ্ঠতার বিচারে আরও গ্রহণযোগ্য ও অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে এই অনলাইন গণমাধ্যম ।
বাংলা ট্রিবিউন পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবদান রাখুক— এই প্রত্যাশা ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, আমি বাংলা ট্রিবিউনের ভবিষ্যৎ পথচলায় উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।