ইট-পাথরে জীবন (ফটো স্টোরি)

কংক্রিটের মধ্যে বেড়ে ওঠা গাছইট-পাথরের শহরে সবুজের দেখা মেলা ভার। যেদিকে তাকাবেন শুধু সুউচ্চ ভবন। শহরের বুকে আকাশ ছোঁয়া দালানের সারি। কংক্রিটের এই শহরে সবুজের দেখা মেলে ঘরের বারান্দা, বাড়ির ছাদে বা কোনও উদ্যানে। ইট-পাথরের ভারে দিন দিন সবুজ ফিকে হয়ে যাচ্ছে নগরীতে। একটু সবুজ দেখার আশায় নগরবাসী বারান্দা, বাড়ির ছাদে যত্ন করে গাছ লাগান। তবে এই ইট-পাথরের মধ্যে অযত্ন অবহেলার  বেড়ে ওঠে সবুজ। মানুষ যতই সবুজ ধ্বংস করুক না কেন প্রকৃতি নিজ দায়িত্বে সবুজ করে চলেছে আমাদের চারপাশ। কখনও পড়ে থাকে অলক্ষ্যে। কখনও বা নজর কাড়ে। কংক্রিটের জঙ্গলে সবুজ দেখতে আপন মনে বলেই উঠতে পারেন...  

ধুলো ধূসর ইট পাথরের এই শহরে...
ভাঙ্গা রাস্তার প্যাঁচানো সব মোড়ে...
টুকরো টুকরো জীবন রয় পড়ে...

বা গুনগুন করে গাইতে পারেন ‘সবুজ যখন বাঁধে বাসা গাছের পাতায় পাতায়...’   

লোহা-লক্কড়ের মাঝে বেড়ে ওঠা গাছ

ভেঙেপড়া পিলারের মধ্যে বেড়ে ওঠা গাছ

ধ্বংসস্তুপের মধ্যে বেড়ে ওঠা গাছ

পুরানো দেওয়ালে বেড়ে ওঠা গাছ

বস্তার মধ্যে মাটিতে বেড়ে ওঠা গাছ

পরিত্যক্ত লোহার মধ্যে বেড়ে ওঠা গাছ

মরিচা পড়া লোহার মধ্যে বেড়ে ওঠা গাছ

কিংক্রিটের টুকরার মধ্যে বেড়ে ওঠা গাছ

ইটের খণ্ডের মধ্যে বেড়ে ওঠা গাছ

ছবি: হারুন উর রশীদ