শিশুকেন্দ্রিক বাজেট বেড়েছে

শিশুকেন্দ্রিক বাজেট২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিশুকেন্দ্রিক বরাদ্দ বাড়ার সুখবর দেওয়া হয়েছে। গত অর্থবছরের তুলনায় নির্বাচিত ১৫টি মন্ত্রণালয়ের প্রতিটিতেই মোট বাজেটের অনুপাতে শিশুকেন্দ্রিক বাজেট বেড়েছে।

২০১৯-২০ অর্থবছরে দেশের জাতীয় বাজেটের প্রবৃদ্ধির তুলনায় শিশুকেন্দ্রিক বাজেটের প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে। গত অর্থবছরে বাজেটের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে নির্বাচিত ১৫টি মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে ১১.৮শতাংশ।

একইসঙ্গে শিশুকেন্দ্রিক বাজেট ৬৫ হাজার ৬৪৭ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০ হাজার ১৯৭ কোটি টাকায়, প্রবৃদ্ধি হিসেবে যা ২২.১৬ শতাংশ।

বাজেটে বিকশিত শিশু: বাজেটের সমৃদ্ধ বাংলাদেশ নামের অংশে বলা হয়, বিগত চার বছর ধরে শিশুবাজেট প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহকে শিশুকেন্দ্রিক কার্যক্রম গ্রহণে উৎসাহ প্রদানে এ বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করেছে।