আন্তঃনদী পানি ব্যবস্থাপনার জন্য সংস্থা করবে ঢাকা

বাজেট ২০১৯-২০২০

আন্তঃনদী পানি ব্যবস্থাপনার জন্য একটি সংস্থা করার উদ্যোগ নিয়েছে সরকার। ২০১১ সালে ভারতের সঙ্গে করা সহযোগিতা ও উন্নয়ন কাঠামো চুক্তির দ্বিতীয় ধারায় উল্লেখিত পানি ব্যবস্থাপনা সহযোগিতার অধীনে বাংলাদেশ এই নদী অববাহিকা সংস্থা গঠন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং চুক্তিটি স্বাক্ষর করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে দেওয়া তার বাজেট বক্তৃতায় এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১১ সালে স্বাক্ষরিত উন্নয়ন সংক্রান্ত সহযোগিতামূলক কাঠামো চুক্তির আলোকে উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আন্তঃসীমান্ত নদীর পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকাভিত্তিক সংগঠন যথা রিভার বেসিন অর্গানাইজেশন/রিভার বেসিন কমিশন গঠনের পরিকল্পনা গ্রহণ করেছি।’

উল্লেখ্য, ওই চুক্তির দ্বিতীয় ধারায় বলা হয়েছে আন্তঃনদীর পানি বণ্টন সহযোগিতা বৃদ্ধিতে উভয়পক্ষ নিজেদের লাভের জন্য আন্তঃনদী ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনা করবে।