১০ বছরে এলজিইডির আওতায় ১৭৮ প্রকল্প

জাতীয় সংসদ অধিবেশন (ফাইল ফটো)জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গত ১০ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় ১৭৮টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে ৫৫ হাজার ২১২ কিলোমিটার সড়ক উন্নয়ন, তিন লাখ ৩৪ হাজার ৩৪১ মিটর ব্রিজ/কালভার্ট নির্মাণ, ৭৮ হাজার ২৩ কিলোমিটার পাকা সড়ক ও এক লাখ ৩১ হাজার ৬৩৭ মিটার ব্রিজ/কালভার্ট রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

এছাড়া এর আওতায় এক হাজার ৫৩১টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ, ১৭৭টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, দুই হাজার ১৩৪টি গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন ও ৭৮৫টি সাইক্লোন সেন্টার নির্মাণ প্রকল্প রয়েছে।

রবিবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামালপুর-৫ আসনের এমপি মোজাফ্‌ফর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।