বছরে ৪০ লাখ মেট্রিক টন শাকসবজি উৎপাদন



কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকদেশে প্রতিবছর ৪০ লাখ টন শাকসবজি (আলু ছাড়া) উৎপাদন হয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
সোমবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে আওয়ামী লীগের এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
চট্টগ্রাম-১১ আসনের সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক জানান, বাংলাদেশে বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন শাকসবজি (আলু ছাড়া) ও ৪৮ লাখ মেট্রিক টন ফলমূল উৎপাদিত হয়। তবে প্রচুর শাকসবজি ও ফলমূল উৎপাদিত হলেও প্রযুক্তিগত জ্ঞান, সংরক্ষণ ও অব্যবস্থাপনার ফলে বিপণন পর্যায়ে ২৫ থেকে ৩০ ভাগ নষ্ট হচ্ছে বলেও জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, এ ক্ষতি কমাতে কৃষি বিপণন অধিদফতরের মাধমে বেশকিছু কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং কিছু বাস্তবায়নাধীন রয়েছে।