৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে ডিএসসিসি

ডিএসসিসিতে সংবাদ সম্মেলনপ্রায় ৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ২২ জুন ডিএসসিসি এলাকায় ৬-১১ মাস বয়সী ৫৫ হাজার ৯৫৫  শিশুকে একটি ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৮ হাজার ৭০৪ শিশুকে দু’টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে মাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) নগরভবন সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪৮৭টি কেন্দ্রের মাধ্যেমে ২৯৭৪ স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ সরকারের সরবরাহকৃত এই ভিটামিন এ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষা করা এবং শিশুর জন্য সসম্পূর্ণ নিরাপদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, জাতীয় পুষ্টি সেবা বিভাগের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।