এবার বিশ্ব তামাকমুক্ত দিবস ২০ জুন





সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব বাবলু কুমার শাহএবার বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হবে ২০ জুন (বৃহস্পতিবার)। প্রতিবছর ৩১ মে দিবসটি পালিত হলেও অনিবার্য কারণে তা পিছিয়ে ২০ জুন পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘তামাকে হয় ফুসফুস ক্ষয়; সুস্বাস্থ্য কাম্য, তামাক নয়’।
বুধবার (১৯ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অনুপস্থিতিতে সংবাদ সম্মেলনে মন্ত্রীর লিখিত বক্তব্য উপস্থাপন করেন তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক খায়রুল আলম। এ সময় মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব বাবলু কুমার শাহ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তামাকের কারণে পৃথিবীতে প্রতিবছর ৭০ লাখেরও বেশি মানুষ অকালে মারা যায়। যার মধ্যে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে মারা যায় ৯ লাখেরও বেশি মানুষ।
লিখিত বক্তব্যে বলা হয়, পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর তামাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সেবনের নেতিবাচক প্রভাব রয়েছে।
ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক সেবন উভয়ই ভয়াবহ ও প্রাণঘাতী। পরোক্ষ ধূমপান অধূমপায়ীদের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক সেবনের কারণে হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ দেখা দেয়। প্রাণঘাতী এসব রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি।
দিবসটি উপলক্ষে আগামীকাল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৯৯৭ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তামাকবিরোধী সংগঠনগুলো এ দিবসটি উদযাপন করে আসছে।