তিউ‌নিসিয়া থে‌কে ফিরেছেন ১৭ বাংলা‌দে‌শি

সাগরে ভাসমান অভিবাসীরা

তিন সপ্তাহ ধরে তিউনিসিয়ার সাগরে ভে‌সে থাকা ৬৪ বাংলা‌দেশির মধ্যে ১৭ জন দেশে ফিরেছেন। শুক্রবার (২১ জুন) বিকাল ৫টার কিছু পরে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। তাদের ফেরার বিষয়টি এয়ারপোর্ট ইমিগ্রেশন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এয়ারপোর্ট সূত্রে জানা যায়, ১৭ জনের ম‌ধ্যে আট জনই মাদারীপু‌রের। বা‌কি ৯ জ‌নের মধ্যে চার জন ব্রাহ্মণবা‌ড়িয়ার, পাঁচ জ‌নের বা‌ড়ি শরীয়তপুর, নোয়াখালী, চাঁদপু‌র, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়। ২০ জনের দেশে ফেরার কথা থাকলেও তিন জন শেষ মুহূর্তে দেশে ফিরতে অস্বীকৃতি জানায়।

এর আগে তাদের ফিরে আসার বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বাকি ৪৭ জনকে পর্যায়ক্রমে দেশে আনা হবে।

নাম প্রকাশ না করে সরকারের এই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তিউনিসিয়ায় থাকা এসব বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে।

আইওএমের এক কর্মকর্তা জানান, তারা দেশে ফিরে আসার জন্য প্লেনের টিকিটের ব্যবস্থা করেছেন।

রেড‌ ক্রি‌সেন্ট সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ ধরে তিউনিসিয়ার সাগরে এক‌টি নৌকায় ভাস‌ছি‌লেন ৭৫ জন শরণার্থী, যা‌দের ম‌ধ্যে ৬৪ জনই বাংলা‌দে‌শি। নৌকাটি তিউনিসিয়ার উপকূলের কাছে পৌঁছালেও কর্তৃপক্ষ তীরে ভিড়ার অনুমতি দেয়নি। পরে ১৮ জুন সন্ধ্যায় তাদের জারজিস বন্দরে নামার অনুমতি দেওয়া হয়।