তিন মাসের জন্য দুটি এয়ারবাস লিজ নিয়েছে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
হজ মৌসুমে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে তিন মাসের জন্য দুটি এয়ারবাস এ৩৩০-৩৪৩ উড়োজাহাজ লিজ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইন্দোনেশিয়ার এয়ারএশিয়া এক্স থেকে লিজ নেওয়া উড়োজাহাজ দুটি এক সপ্তাহের মধ্যে ঢাকায় আসবে।

এ প্রসঙ্গে বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। হজ মৌসুমে অন্য রুটের ফ্লাইটে শিডিউল ঠিক রাখতে দুটি এয়ারবাস এ৩৩০-৩৪৩ লিজ নেওয়া হয়েছে।’

বিমান সূত্রে জানা গেছে,  উড়োজাহাজ দুটির একটি ২৮ জুন অপরটি ৬ জুলাই ঢাকায় আসবে। প্রতিটি বিমান ৩৭৫ জন যাত্রী বহনে সক্ষম। ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই দুটি উড়োজাহাজ দিয়ে যাত্রী পরিবহন করবে বিমান।