শ্রমিক সংকট অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো লক্ষণ: কৃষিমন্ত্রী




কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

ধান কাটায় শ্রমিক না পাওয়া দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো লক্ষণ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আমাদের ধানের দাম কম, কিন্তু উৎপাদন খরচ বেশি। উৎপাদন খরচ বেশি হওয়ার কারণ শ্রমিক। শ্রমিক পাওয়া যায় না। তবে উন্নয়ন গতিসম্পন্ন অর্থনীতির জন্য এটি ভালো লক্ষণ।’
বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
ধানের দাম কমার কারণ ব্যাখ্যা করে আব্দুর রাজ্জাক বলেন, ‘অর্থনীতির চাহিদা ও জোগান নীতির কারণে দাম কমে গেছে। তবে আমরা বসে নেই। যে নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দুর্ভিক্ষের দেশকে খাদ্য-উদ্বৃত্তের দেশে পরিণত করেছেন, হাড়ভাঙা পরিশ্রম করে সোনালি ফসল ফলানো এই কৃষকের স্বার্থ তিনি অবশ্যই দেখবেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা গ্রামকে শহর বানাবো। এই ফসল বিক্রি করে গ্রামকে শহর করবো।’
কৃষির উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আমরা কৃষিকে যান্ত্রিককরণ ও বাণিজ্যিকীকরণ করবো। কৃষকদের সব ধরনের সুযোগ-সুবিধার জন্য যা যা দরকার সবই করা হবে। যান্ত্রিককরণের জন্য প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। প্রয়োজনে যন্ত্র কেনার জন্য ৩ হাজার কোটি টাকা দেবেন। ধান যাতে তাড়াতাড়ি কাটা যায় এবং খরচ কম হয়।’
খাদ্যশস্যের বাম্পার ফলনের কথা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এবার আমন উৎপাদন হয়েছে ১ কোটি ৫৩ লাখ মেট্রিক টন। বোরোর হিসাব এখনও হয়নি। আমার মনে হয় এটি ২ কোটি মেট্রিক টন ছাড়িয়ে যাবে। ভুট্টার উৎপাদন বেড়েছে। আমাদের প্রয়োজন ৬০-৭০ লাখ টন আলুর, সেখানে উৎপন্ন হয়েছে ১ কোটি ৩ লাখ টন।’