ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই: ডিএসসিসি মেয়র (ভিডিও)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এগুলো মোকাবিলার জন্য নগর কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। রাজধানীর মিন্টু রোডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেয়র বলেন, ‘আজ থেকে আমাদের ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। এর আওতায় প্রতিটি এলাকায় ওষুধ ছিটানো হবে। ২৭৪টি ফগার মেশিন নিয়ে একযোগে কাজ শুরু হবে। আমরা আশা করি চিকুনগুনিয়া বা ডেঙ্গু আমাদের নিয়ন্ত্রণেই থাকবে। এক্ষেত্রে বেশি প্রয়োজন জনগণের সচেতনতা।’

মেয়র আরও বলেন, ‘এডিস মশা সাধারণত বাড়ির ছাদে, স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। বাড়ির আঙিনায় আমরা যাতে স্বচ্ছ পানি জমতে না দেই। আমাদের কার্যক্রম ও জনগণের সচেতনতা এ দুটির সমন্বয়ে আমরা যাতে একটি মশক নিয়ন্ত্রিত রাজধানী গড়ে তুলতে পারি।’

এ সময় মেয়র জানান, আগামী ১৫ জুলাই থেকে বিশেষ স্বাস্থ্যসেবা পক্ষ শুরু হবে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।