বৃহস্পতিবার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল সভায় অংশ নেয়।
সাংবাদিকরা পাঁচ নম্বর গেট (প্রেস ক্লাবের পাশে) দিয়ে সচিবালয়ে প্রবেশের অনুমতি চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সচিবের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে একটি উদ্যোগ নেবো। এটি কোনও কঠিন কাজ নয়।’
বিএসআরএফের সদস্যরা পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কাজ যাতে সচিবালয়ের অভ্যন্তরে করতে পারেন, সে ব্যাপারেও উদ্যোগ নিতে চেয়েছেন মন্ত্রী। তিনি তাদের একটি তালিকা চেয়েছেন। তালিকায় যাদের নাম আসবে তাদের এ সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ইতোমধ্যে আমরা দুই কোটি ৬০ লাখ মানুষের হাতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দিয়েছি। ই-পাসপোর্টের কার্যক্রমও প্রস্তুত হয়ে আছে। প্রধানমন্ত্রী সময় দিলে এ মাসেই এর উদ্বোধন করা হবে।’
সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে এ সময় আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।