বন ধ্বংসকারী কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন

বেআইনি ইটভাটা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘বনখেকোদের কোনও স্থান নেই। বনখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরিবেশ রক্ষায় বনের গুরুত্ব অপরিসীম। সরকার অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। বন ধ্বংস হয় এমন কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।’

রবিবার (১৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিসিদের কী নির্দেশনা দেওয়া হয়েছে সাংবাদিকরা জানতে চাইলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘বনের দুই কিলোমিটারের মধ্যে স’মিল করা যাবে না। কেউ করে থাকলে চিরতরে বন্ধ করে দিতে হবে। ২০১৩ ও ২০১৯ সালের আইন মোতাবেক এটি কার্যকর করতে হবে। আইনে বিস্তারিত বিধি দেওয়া আছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বনমন্ত্রী বলেন, ‘কোনও রাজনৈতিক প্রভাবের কারণে নয়, আদালতে মামলা থাকার কারণে অনেক ইটভাটা ও স’মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে ডিসিরা জানিয়েছেন। সেক্ষেত্রে মামলার বিবরণ মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। মন্ত্রণালয় মামলা নিষ্পত্তি করবে। এরপর সেসব ইটভাটা চিরতরে বন্ধ করে দিতে হবে।’

ডিসি সম্মেলনের আরও খবর...

জেলা প্রশাসকদের ৩১ নির্দেশনা প্রধানমন্ত্রীর

‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত যেকোনও কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব নেই’