দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে পৌরসভার কর্মচারীরা

প্রেস ক্লাবের সামনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী কর্মসূচিরাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতাসহ পেনশন চালুর দাবিতে সোমবার (১৫ জুলাই) দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। দেশের ৩২৮ পৌরসভা থেকে আসা কর্মকর্তা ও কর্মচারীরা রবিবার (১৪ জুলাই) থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয় পৌরসভার নিজস্ব আয় থেকে। আয় কম থাকায় পৌরসভা নিয়মিত বেতন দিতে পারে না। তাদের অনেকে ৬ বছর পর্যন্ত বেতন ছাড়া অফিস করছেন।

তাদের দাবি, ইউনিয়ন পরিষদের কর্মচারীদের ৭৫ শতাংশ বেতন দেয় সরকার। একই নিয়মে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিচালিত হয়, তাহলে বেতনের ক্ষেত্রে কেন দুই নীতি?  

মৌলভীবাজার পৌরসভার পৌরসচিব মোহাম্মদ ইসহাক ভূঁইয়া বলেন, ‘আমাদের বেতন-ভাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে পৌরসভা থেকে সংগ্রহ করতে হয়। কিন্তু,পৌরসভার আয় সংকুলান না হওয়ায় কয়েক মাস ধরেই অনেকের বেতন হয় না। আমরা চাই,আমাদের বেতন-ভাতা পেনশন সুবিধা সবকিছুই সরকারি কোষাগার থেকে দেওয়া হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করবো।’

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদের সহ-সভাপতি আজিজুল ইসলাম বলেন, ‘সরকার আমাদের চাকরি দেয়, শাস্তি দেয়, বদলি করে, শুধু ঠিক মতো বেতন দেয় না। সব কিছুই যদি সরকারি হয়,তাহলে বেতন কেন সরকারি হবে না?’