বিদেশে লোক নিয়োগের নামে দালালরা গরিবের টাকা লুটপাট করছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘বিদেশে লোক নিয়োগের নামে দালালরা গ্রামগঞ্জের গরিব মানুষের টাকা লুটপাট করছে। এটি যাতে না হয় সেজন্য ডিসিদের সহায়তা চেয়েছি।’

মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের চতুর্থ কার্য অধিবেশনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘যারা বিদেশে যেতে চায় এমন লোকদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এজন্য ইউনিয়ন পর্যায়ে নিবন্ধনের কাজ হচ্ছে। এখন বিদেশে যেতে নিবন্ধন করতে আর ঢাকায় আসা লাগবে না। এটি যেন মানুষ ঠিকমতো করে বা জানে সেজন্য ডিসিদের সহযোগিতা চেয়েছি।’
অনেকে অবৈধভাবে সমুদ্রপথে যাওয়ার সময় মারা যান, এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইমরান আহমদ বলেন, ‘সমুদ্র পাহারা দেওয়া তো সম্ভব নয়। তবে যে চক্রটি এই কাজ করছে তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। খুঁজে বের করে জনসম্মুখে আনতে একটু সময় লাগবে।’
প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, ‘বৈধ পথে যারা বিদেশে গিয়ে মারা যান, তাদের লাশ অ্যাম্বাসির মাধ্যমে দেশে আনা হয় এবং এয়ারপোর্টেই পরিবার-পরিজনের কাছে লাশ হস্তান্তরের সময় ২০ হাজার করে টাকা দেওয়া হয়। পরবর্তীতে আরও তিন লাখ টাকা দেওয়া হয়। যারা অবৈধ পথে যায় তাদের ক্ষেত্রেও সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে থাকে।’