সরাসরি কৃষকদের থেকে ধান কেনার নির্দেশ দিয়েছি: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকবোরো উৎপাদনে সরকার কৃষকদের সহায়তা করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবে কৃষক যাতে বোরো উৎপাদনে নিরুৎসাহিত না হয়, সে জন্য আগামীতে মিলার ও কৃষকদের কাছ থেকে সমপরিমাণ ধান কেনা হবে। মিলারররা ধান ছাটাই করে চাল সরকারি গুদামে দেবে। এর জন্য যে বাড়তি খরচ হয় সেটা সরকার দেবে।’

বুধবার (১৭ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের সপ্তম কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রী আরও বলেন, শুরুতে কৃষকদের কাছ থেকে দেড় লাখ টন ধান কেনার কথা থাকলেও, সে সময় অর্ধেক পরিমাণ কেনা হয়। পরে আরও চার লাখ টন ধান কেনার কথা ছিল। সে সময় এক লাখ টন বোরো ধান কেনা হয়েছে। বাকি ধানও কেনা হবে, ধান কৃষকের গোলাতেই আছে।

তিনি বলেন, ডিসিদের বলেছি, সুষ্ঠু পরিকল্পনা করুন। যাতে আগামী বছর সুষ্ঠুভাবে ধান কেনা সম্ভব হয়।

মন্ত্রী বলেন, ধান কাটা ও চাষের শ্রমিক সংকটের মুখে কৃষিকাজের আধুনিকায়ন ও কৃষি সরঞ্জাম কেনার জন্য ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, এ বছর ধান কেনার ক্ষেত্রে কোনও রাজনৈতিক প্রভাব কাজ করেনি।