‘মাদক-যৌন হয়রানির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা ডিসিদের জানিয়েছি’

 

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিমজেলা প্রশাসকরা (ডিসির) সরকারের মাঠপর্যায়ের প্রতিনিধি উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, ‘সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্য ডিসিদের নির্দেশনা দিয়েছি। সন্ত্রাস, মাদক ও যৌন হয়রানির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তাদের স্মরণ করিয়ে দিয়েছি। সরকারে উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়, এমন বিষয়ও দূর করতে বলেছি। মাঠপর্যায়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বও তাদের। এক্ষেত্রে ডিসিদের কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বুধবার (১৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ডিসিদের আর কি কি নির্দেশনা দেওয়া হয়েছে সাংবাদিকরা জানতে চাইল গণপূর্তমন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলায় ডিসিদের কর্মতৎপরতা বাড়াতে বলেছি। সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাধা এলে আমাদের জানাতে বলা হয়েছে। আমরা সাধ্য অনুযায়ী সেসব বাধা দূর করার চেষ্টা করবো বলে আশ্বাসও দিয়েছি।’

ডিসিরা কোনও সমস্যার কথা জানিয়েছেন কিনা জানতে চাইলে গণপূর্তমন্ত্রী বলেন, ‘তারা অনেকে জানিয়েছেন, অনেক জেলায় আধুনিক সার্কিট হাউস নেই। রাস্তাঘাট ভালো নয়। এসব বিষয়ে আমরা নোট নিয়েছি। সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাসও দিয়েছি।’

সততার সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে ডিসিদের প্রতি নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর