কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনেক আসন শূন্য থাকে: শিক্ষামন্ত্রী





শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিভর্তির জন্য সিট পায় না এমন কেউ থাকে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা ভর্তির সিট পান না, এটা ঠিক নয়। ভর্তির জন্য চূড়ান্ত প্রতিযোগিতা থাকলেও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনেক আসন শূন্য থাকে।’




বুধবার (১৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা এসএসসি পরীক্ষা দিয়ে এইচএসসিতে ভর্তি হতে চান, সেখানেও বহুসংখ্যাক সিট খালি থেকে যায়। এইচএসসি পরীক্ষায় যারা পাস করে তাদের জন্যও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক সিট খালি থেকে যায়। এমনকি আমাদের মেডিক্যাল কলেজেও বহু সিট খালি থেকে যায়। তবে অনেক সময় যার যে জায়গায় পছন্দ, সেটার হয়তো কিছুটা ব্যত্যয় ঘটে। কারণ সব জায়গায় মেধাক্রমের একটা ব্যাপার আছে। তবে সিট পায় না এমন কেউ থাকে না।’