প্রিয়া সাহা ইস্যুতে সেতুমন্ত্রী, মশা মারতে কামান দাগানো হবে না

ট্রাম্পের কাছে অভিযোগ জানাচ্ছেন প্রিয়া সাহাসেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রিয়া সাহার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। মশা মারতে কামান দাগানো হবে না। এর পেছনে কারও হাত আছে কিনা, কারও প্ররোচনা বা উসকানি আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। দেশে ফিরে নিশ্চয়ই তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দেবেন।’

সোমবার (২২ জুলাই) সচিবালয়ে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে প্রিয়া সাহা ট্রাম্পের কাছে নালিশ করেছেন, এটা ঠিক নয়। কারণ শেখ হাসিনার বক্তব্যে তথ্য ও সংখ্যার বিষয় ছিল না।’

প্রসঙ্গত, গত ১৬ জুলাই হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করে প্রিয়া সাহা বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে ও দেশে থাকতে পারছে না।’