প্রিয়া সাহার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক বারকাত





প্রিয়া বালা সাহার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত। সোমবার (২২ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, প্রিয়া সাহা কখনও তার সঙ্গে গবেষণা কাজে যুক্ত ছিলেন না। এবং তার নাম উল্লেখ করে দেওয়া তথ্যও মিথ্যা।

সম্প্রতি প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩৭ মিলিয়ন মানুষ ‘ডিসঅ্যাপিয়ারেন্স’ হয়েছে। এর জেরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বিবৃতি বলা হয়, প্রিয়া সাহা একটি ভিডিও সাক্ষাৎকারে দাবি করেন, তার দেওয়া পরিসংখ্যান অধ্যাপক বারকাতের গবেষণার তথ্য-উপাত্তের সঙ্গে মিলে যায়। প্রিয়া বলেন, ‘২০১১ সালে স্যারের (বারকাত) সঙ্গে সরাসরি কাজ করেছিলাম, যার কারণে বিষয়টি সম্পর্কে আমি অবহিত।’

বিবৃতিতে একে ভিত্তিহীন দাবি বলা হয়। নিজের গবেষণা কাজের উদাহরণ দিয়ে অধ্যাপক বারকাত বলেন, প্রিয়ার দেওয়া তথ্যের সঙ্গে তার গবেষণার তথ্যের কোনও মিল নেই।