ডেঙ্গু থেকে মুক্তি ও দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া

নামাজ শেষে মোনাজাত করা হচ্ছেদেশ ও জাতির মঙ্গল কামনা করে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে দোয়া ও মোনাজাত করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনের রুহের মাগফেরাত ও আক্রান্তদের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়েছে। 

সোমবার (১২ আগস্ট) সকাল ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামায়াত শেষে মহান আল্লাহর কাছে এসব প্রার্থনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। তিনি এ জামাতের ইমামতি করেন।

মোনাজাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস দানে আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। এছাড়া আক্রান্তদের রোগমুক্তি কামনা করা হয়েছে।

মোনাজাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহবুবুল হোক, মেয়র সাঈদ খোকন, মন্ত্রিপরিষদ সদস্যসহ সবার দীর্ঘজীবন কামনা করা হয়েছে। এছাড় মুসলমানদের নেক হায়াত দানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে।