৭৩ বছরের জীবনে কেবল ডেঙ্গুই আমাকে কাবু করেছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘৭৩ বছরের জীবনে আমাকে কেবল ডেঙ্গুই কাবু করেছে। ডেঙ্গু জ্বর থেকে মুক্তির পর আমি নতুন জীবন ফিরে পেয়েছি। বাজেট বক্তৃতায় সাত মিনিট আমি কী পড়েছি, কী বলেছি, তার কিছুই হুঁশ ছিল না।’

রবিবার (২৫ আগস্ট) রাজধানীর আইডিইবিতে জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

এসময় অর্থমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর মৃত্যুর আগে দুটি যুদ্ধ রেখে গেছেন। একটি হচ্ছে রক্তাক্ত যুদ্ধ, যার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। সেই যুদ্ধে ৩০ লাখ নারী-পুরুষ শহীদ হয়েছেন, দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। জীবন দিয়েছেন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ জাতীয় চার নেতা। আর আরেকটি যুদ্ধ তিনি রেখে গেছেন, সেটি হলো সোনালি যুদ্ধ। যারা প্রথম যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, তারা সেই রক্তের ঋণ শোধ করতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এক সঙ্গে কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা সারা জীবন এ দেশের মানুষের অর্থনীতির মুক্তির স্বপ্ন দেখেছেন। এ দেশের মানুষকে তিনি অনেক ভালোবেসেছিলেন, ভালোবাসতেন। সেজন্য তিনি কোনও কাজ অসমাপ্ত রেখে যাননি। বঙ্গবন্ধু শুধু একটি নাম না, তিনি বিশ্বাসের নাম, একটি দেশের নাম, একটি পতাকার নাম।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, এনবিআরের সদস্য কালিপদ হালদার ও সুলতান মাহমুদ ইকবাল।