বঙ্গবন্ধুর ম্যুরালের বরাদ্দ কমার কারণ খোঁজার নির্দেশ পূর্তমন্ত্রীর

রাজউকরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ প্রকল্পের বরাদ্দ ৫০ লাখ থেকে কীভাবে এক লাখ টাকায় হলো তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
‘বঙ্গবন্ধুর ম্যুরালের বরাদ্দ কমালো কে?’ শিরোনামে একটি প্রতিবেদন বুধবার (২৮ আগস্ট) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়। এ ব্যাপারে মন্ত্রীর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে সংস্থাটির চেয়ারম্যান ড. সুলতান আহমেদকে এ নির্দেশ দেন।
এ সময় শ ম রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি রাজউক চেয়ারম্যানকে বলে দিয়েছি জাতির জনকের ম্যুরালের জন্য বরাদ্দ রাখা ৫০ লাখ টাকা কীভাবে এক লাখ হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখার জন্য।’
এর আগে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজউক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ প্রকল্প’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০১৭-১৮ অর্থবছরে এ খাতে ৫০ লাখ টাকা বরাদ্দও রাখা হয়। কিন্তু ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে এ খাতে মাত্র এক লাখ টাকা বরাদ্দ রাখা হয়। এই টাকা দিয়ে জাতির জনকের মানসম্মত ম্যুরাল নির্মাণ সম্ভব নয়। এ কারণে কর্তৃপক্ষ ম্যুরালটির নির্মাণকাজ এখনও শুরু করতে পারেনি।

আরও পড়ুন:
বঙ্গবন্ধুর ম্যুরালের বরাদ্দ কমালো কে?