ব্যাংক সুদ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হবে: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের উচ্চ সুদে ব্যাংক ঋণ নিতে হয়। তাই আমরা ইতোমধ্যে এ সুদ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার নির্দেশ দিয়েছি। কিন্তু কিছু ব্যাংক আমাদের নির্দেশ মেনে চলছে। আর কিছু ব্যাংক মানেনি।’
প্রধানমন্ত্রী রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা চলমান রয়েছে। সরকার এক্ষেত্রে ব্যাংকগুলোতে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। আমরা সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে চাই এবং আমরা ইতোমধ্যে বিনিয়োগ সহজ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি।’
উচ্চ সুদের হারে ঋণ নিলে ঋণ খেলাপি হওয়া স্বাভাবিক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ঋণ নেওয়া মাত্রই শিল্প স্থাপন করা হয় না।’ খবর বাসস।