শেষ হলো সংসদের ৪র্থ অধিবেশন

জাতীয় সংসদ অধিবেশন (ছবি-ফোকাস বাংলা)

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়েছে। ৪ দিনের এই বৈঠক গত ৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল। বৃহস্পতিবার রাতে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে মাত্র ৪ কার্যদিবসের অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ।

সংক্ষিপ্ত এই অধিবেশনে ১টি বিল পাস হয়। এছাড়া ৭১ বিধিতে পাওয়া ১৫৮টি নোটিশের মধ্যে ৩টি নোটিশ গ্রহণ করে আলোচনা করা হয়। এছাড়াও ৭১(ক) বিধিতে ৩০টি নোটিশ আলোচিত হয়েছে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য প্রশ্ন জমা পড়ে ৭০টি। যার মধ্যে সংসদ নেতা জবাব দেন ১৮টি প্রশ্নের। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ১ হাজার ৫৫৩টি প্রশ্ন জমা পড়ে; মন্ত্রীরা উত্তর দেন ৩৫২টির।