সচিবালয়ে বিদ্যুৎ বিভ্রাট





সচিবালয়প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যুৎ নেই। সকাল ৯টায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে দেখেন তিন, চার ও ৯ নম্বর ভবনের সম্পূর্ণ অংশে এবং এক ও ১১ নম্বর ভবনের কিছু অংশে বিদ্যুৎ নেই। এসব ভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিজ দফতর ছেড়ে নিচে গিয়ে খোলা জায়গায় অবস্থান করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিশেষ ব্যবস্থাপনায় এই ভবনগুলোতে লিফ্ট চালু রাখা হয়েছে।
কেন বিদ্যুৎ নেই জানতে চাইলে সেগুনবাগিচা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মঈন আব্দুল্লাহ জানিয়েছেন, গ্রিডের সমস্যার কারণে এই বিভ্রাট দেখা দিয়েছে। কখন এই সমস্যার সমাধান হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আনুমানিক আরও ঘণ্টাখানেক পর জানা যাবে, কখন নাগাদ বিদ্যুৎ স্বাভাবিক হবে।’
প্রসঙ্গত, এক নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ অবস্থিত। এছাড়া, তিন নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়,চার নম্বর ভবনে কৃষি, খাদ্য,  তথ্য, আইন ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, ৯ নম্বর ভবনে ক্লিনিক এবং ১১ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়ের আংশিক অবস্থিত।