‘তিন মাসে বিমানের লাভ ২৭৩ কোটি টাকা’





মো. মাহবুব আলীগত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৭৩ কোটি টাকা লাভ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘বিমানে অনেক অব্যবস্থাপনা ছিল; সেগুলো নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ বিমান এখন লাভ করছে। সঠিক ব্যবস্থাপনার কারণে এ বছর হজ ফ্লাইটে সমস্যা হয়নি।’
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে একাত্তর টেলিভিশনে অনুষ্ঠিত টকশো ‘একাত্তর জার্নাল’- এ ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। টকশো’র উপস্থাপক ছিলেন মিথিলা ফারজানা এবং অতিথি ছিলেন ডিবিসি নিউজ এর সম্পাদক প্রনব সাহা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম।

বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘আধুনিক সব ব্যবস্থাই বিমানে আছে। যেসব সুবিধা অনুপস্থিত তাও আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আধুনিক বিমানগুলোর সঙ্গে প্রতিযোগিতামূলক বাজার তৈরির ক্ষেত্রে আমরা প্রস্তুতি নিচ্ছি।’
বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনও দেশের বিমানবন্দরের তুলনায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট উন্নত।’
ঢাকা-নিউ ইয়র্ক রুটে বিমান চালুর বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, ‘মঙ্গলবারও (১৭ সেপ্টেম্বর) এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই নিউ ইয়র্ক থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে এবং তারা পরিস্থিতি দেখবে। এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’