বিমানের মুনাফা ছাড়া আমার অন্য কোনও এজেন্ডা নেই: মোকাব্বির হোসেন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিমানের এমডি মোকাব্বির হোসেনবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন। তিনি বলেন, ‘বিমানের মুনাফা ছাড়া আমার অন্য কোনও এজেন্ডা নেই।’ বুধবার (১৮ সেপ্টেম্বর)  বিমানের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, রবিবার মোকাব্বির হোসেন বিমানে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। 

বিমানের নতুন এমডি বলেন, ‘আমি এখানে যোগ দিয়েছি এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করার জন্য। নিয়ম অনুযায়ী ব্যবসা ভালো করার চেষ্টা করবো। আজ যে অবস্থায় আছি, বিদায়কালেও সেই জায়গায় থাকবো। আমার হাইড অ্যান্ড সিক কিছু নেই। সবকিছুই ট্রান্সপারেন্ট।’ তিনি আরও বলেন, ‘আমার মেধা, জ্ঞান ও শ্রম দিয়ে যেটি ভালো, তার সর্বোচ্চটা করার চেষ্টা করবো।’  

দুর্নীতি বন্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মোকাব্বির হোসেন বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। অনেকেরই শাস্তি হচ্ছে, আরও অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে, বিচারাধীন সব বিষয়ে কোনও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।’

নতুন আসা বোয়িং নিয়ে বিমান আগের পরিকল্পনা অনুযায়ী চলবে কিনা, এমন প্রশ্নের জবাবে মোকাব্বির হোসেন বলেন, ‘বোয়িং নিয়ে করা পুরনো পরিকল্পনা সংশোধন করতে হবে। কারণ, এই খাতে প্রতিনিয়তই প্রকৌশল পাল্টাতে হয়। এটাই এই খাতের নিয়ম।’ তিনি বলেন, ‘এই খাতের প্রথম বিষয়ই হচ্ছে—নিরাপত্তা। এরপর যাত্রীদের সময়মতো সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো। যাত্রীসেবার মান বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।’ যাত্রীরা যেন আরামে ভ্রমণ করতে পারেন, সেটিও তিনি উল্লেখ করেন।