হামলার বিচার চেয়ে ঢাবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

প্রক্টরের মাধ্যমে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার বিচার চেয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) সকালে স্মারকলিপি দেওয়া হয়েছে।

ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েন। তিনি বলেন, ‘ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এর বিচারের দাবি জানিয়েছে সকালে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছি।’

উপাচার্যকে স্মারকলিপি দিতে যাচ্ছে ছাত্রদলএদিকে মঙ্গেলবারও ছাত্রদলকে মধুর ক্যান্টিনে আসতে দেখা গেছে। অন্যান্য দিনের চেয়ে আজ নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল। মধুর ক্যান্টিন থেকে বের হয়ে তারা উপাচার্যকে স্মারকলিপি দিয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন আহত সাংবাদিকদের দেখতে যান ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক। এরপর ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে ঢাকা মেডিক্যাল হাসপাতালে যান।