ক্যাসিনোর সঙ্গে জড়িত আ.লীগ নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু আওয়ামী লীগ নেতা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ক্যাসিনোর সঙ্গে জড়িত নেতারা ফাঁকি দিয়ে যেন দেশের বাইরে চলে যেতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তারা বিষয়টি নজরদারিতে রেখেছে।’
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছিলেন, বিদেশিদের জন্য ক্যাসিনোর অনুমতি দেওয়া উচিত। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ক্যাসিনো পরিচালনার জন্য অনুমতি দেওয়া হবে কি হবে না, সেটি সরকার বা দলের শীর্ষ পর্যায়ে কোথাও আলোচনা হয়নি। কাজেই এই বিষয়টি আমি জানি না।’
বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার বিষয় জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংক একসময় পদ্মা সেতু নির্মাণে সহায়তা করতে চেয়েছিল, কিন্তু নানা জটিলতার কারণে তা নেওয়া হয়নি। এখন নতুন করে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়। তারা সড়ক নিরাপত্তায় সহায়তা দিতে চায়। ঝিনাইদহ থেকে হাটিকুমরুল (১৬০ কি.মি.) ও ঝিনাইদহ থেকে ভোমরা (১০০ কি.মি.) এই দুটি ২৬০ কি.মি. রাস্তা তারা ফোর লেন করে দিতে চায়। তারা এই প্রস্তাব দিয়েছে। আমরা যদি তাদের প্রস্তাব গ্রহণ করি, তাহলে তাদের ফিরতি চিঠি লিখবো।’