আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি হিউম্যান রাইটস ফোরামের

আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের মানববন্ধনবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দ্রুত ন্যায়বিচার, তদন্ত, মত-প্রকাশের স্বাধীনতা ও মুক্তবুদ্ধিচর্চার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ। শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মনববন্ধনে সংগঠনটি এই দাবি জানায়।

দ্রুত আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করাসহ আটদফা দাবি জানায় সংগঠনটি। এছাড়া এ ঘটনা প্রতিরোধে, ঘটনার সময় কিংবা ঘটনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা খতিয়ে দেখারও দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফোরামের আহবায়ক এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক শীপা হাফিজা, ফোরামের সদস্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলদেশ-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।