‘প্রধানমন্ত্রী নিজ থেকে উদ্যোগ নেবেন এটা আমি বিশ্বাসই করতে পারিনি’

বুয়েট ভিসি ড. সাইফুল ইসলামবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেছেন, ‘আবরার হত্যা মামলার আসামিদের গ্রেফতারসহ বিচার কাজ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিজ থেকে এত দ্রুত উদ্যোগ নেবেন, এটা আমি বিশ্বাসই করতে পারিনি।’

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বুয়েট ভিসি।

তিনি বলেন, ‘আবরার হত্যার পর আমি ভোর রাত পর্যন্ত সরকারের ওপরের মহলের সঙ্গে যোগাযোগ করেছি। সেদিন আমি খাবার পর্যন্ত খেতে পারিনি। প্রধানমন্ত্রী যেভাবে সহায়তা করেছেন, আমি জীবনেও দেখিনি এরকম। এর আগে আমি নিজেই সাফার করছিলাম। এটা কিন্তু এমনিতে হয়নি।’

সংগঠনভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, “বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার স্বাধীনতা প্রধানমন্ত্রী দিয়েছেন। তিনি বলেছেন, ‘ছাত্র রাজনীতি রাখবেন কী রাখবেন না, এটা বুয়েটের বিষয়’। তো আমাদের অর্ডিন্যান্সে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি আছে। এর আলোকে আমি বললাম যে ঠিক আছে, আমার ক্ষমতায় ছাত্র রাজনীতি বন্ধ করলাম। এখন সরকারের ক্ষমতা তো আছে। আমার ক্ষমতা তো সরকারের ক্ষমতার ওপরে না। সুতরাং আমার ক্ষমতায় যেটুকু পেরেছি, তা আমি করেছি।”