বিকালে পরবর্তী কর্মসূচি জানাবেন বুয়েটের শিক্ষার্থীরা

বুয়েট ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের মিটিং চলছে

আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের মঙ্গলবার (১৫ অক্টোবর) বিক্ষোভ করার কথা ছিল। বেলা ১১টা থেকে তারা ক্যাম্পাসে আসতে শুরু করেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় তারা এখনও এ নিয়ে মিটিং করছেন। বিকাল ৫টায় সাংবাদিকদের  ব্রিফিং করে পরবর্তী কর্মসূচির বিষয়ে জানাবেন।

রবিবার (৬ অক্টোবর) রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দোতলা সিঁড়ি থেকে আবরারের লাশ উদ্ধার করা হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে সেখানে ফেলে রাখে। ৭ অক্টোবর থেকে বুয়েট শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগের কথা ভেবে তারা ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন স্থগিত করেন। আজ তাদের পুনরায় আন্দোলন চলার কথা থাকলেও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি শিক্ষার্থীরা।

আন্দোলনকারী অন্তরা তিথি বাংলা ট্রিবিউনকে সোমবার রাতে আন্দোলনের বিষয়ে জানিয়েছেন, তারা মঙ্গলবার সকালে আন্দোলন নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করে জানাবেন।

মঙ্গলবার দুপুরে আন্দোলনকারী মাসুম বিল্লাহ সরকার জানান, এখনও তাদের মিটিং চলছে। বিকাল ৫টায় ব্রিফিং করে সাংবাদিকদের পরবর্তী কর্মসূচি জানাবেন।