বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম।

যুক্তরাষ্ট্র ও ভারত সফরের বিষয়ে অবহিত করতে বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে এসময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও উপস্থিত ছিলেন।

প্রথা অনুযায়ী বিদেশ সফর থেকে ফিরে এর বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে ৩ থেকে ৬ সেপ্টেম্বর দিল্লি সফর করেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া ভোজসভাতেও অংশ নেন। এছাড়া এ সফরে দুটি সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন্স অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) তাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করেছে। আর তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ তাকে ভূষিত করেছে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মাননায়।

দিল্লি সফরে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং তিনটি যৌথ প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে  ‘ভ্যাকসিন হিরো’ এবং ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মাননা পাওয়ার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

বৈঠকের শুরুতে রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী এবং তার দীর্ঘায়ু কামনা করেন।