বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

সংসদীয় কমিটির বৈঠকঢাকা শহরের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকাগুলো চিহ্নিত করে তা নিরসনে বর্ষার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওয়াসাকে সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান কমিটি

রবিবার (২০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য ইসমাত আরা সাদেক, মাহবুব উল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম ও মুহিবুর রহমান বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ওয়াসার মাধ্যমে পাইপ লাইনে সরবরাহ করা পানি মানুষ যেন সরাসরি পান করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করেছে।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে ওয়াসার কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ১৮টি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। ওয়াসা দাবি করে, যেসব প্রতিবেদন গণমাধ্যমে এসেছে সেগুলো ঠিক নয়। এসব প্রতিবেদনের বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। তখন কমিটি জানতে চেয়েছে, কতটি প্রতিবাদ ছাপা হয়েছে। এর কোনও সদুত্তর ওয়াসা দিতে পারেনি। ভবিষ্যতে যেন নেতিবাচক প্রতিবেদন না আসে, সেভাবে নিজেদের কাজ যথাযথভাবে সম্পাদন করতে বলে কমিটি। এছাড়া ঢাকা ওয়াসার অনিয়ম রোধে দুর্নীতি দমন কমিশন যে ১২ দফা সুপারিশ দিয়েছে, তা বাস্তবায়ন ও ওয়াসার অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।

বৈঠকে ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াসা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত (৩০ সেপ্টেম্বর ২০১৯)  তিন হাজার ৫৩২টি অডিট আপত্তি হয়েছে। এরমধ্যে এক হাজার ৯৪৯টি নিষ্পত্তি হয়েছে। অনিষ্পন্ন আছে এক হাজার ৫৮৩টি।