বোরহানউদ্দিনের ঘটনা অনাকাঙ্ক্ষিত: মানবাধিকার কমিশন চেয়ারম্যান





জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমএকটি বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের সূত্র ধরে ভোলার বোরহানউদ্দিনে ৪ জনের মৃত্যুর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। সোমবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোলার ঘটনায় ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ঘটনায় কমিশন গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার পরিকল্পনায় জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: বোরহানউদ্দিনে সংঘর্ষ: পাঁচ হাজার জনকে আসামি করে মামলা