পূর্ব লন্ডনে মনোনয়ন পেলেন আফসানা

আফসানা বেগমপূর্ব লন্ড‌নের সংসদীয় আসন পপুলার ও লাইমহাউসে ‌লেবার পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলা‌দেশি বংশোদ্ভূত আফসানা বেগম। এ আসনটি বাংলাদেশি অধ্যু‌ষিত সংসদীয় আসন। রবিবার (২৭ অক্টোবর) রা‌তে লেবার পার্টির সদস্যদের সরাস‌রি ভো‌টে জি‌তে ম‌নোনয়ন নি‌শ্চিত ক‌রেন তিনি।

লেবার পার্টি  ৫৩০ সদস্য ভোট দেন। ভো‌টে আফসানা জয়ী হ‌লেও তি‌নি কত ভোট পে‌য়ে‌ছেন তা জানা‌য়নি লেবার পা‌র্টি। 

১৯৯৭ সাল থে‌কে এ আসন‌টি লেবার পার্টির দখ‌লে র‌য়ে‌ছে। লেবার পার্টির দুর্গ খ্যাত এ আসন থে‌কে ম‌নোনয়ন নি‌শ্চিত হওয়ায় আসন্ন নির্বাচ‌নে আফসানার বিজয় অনেকটা নি‌শ্চিত বলে ম‌নে কর‌ছেন স্থানীয়রা। 

আফসানা বেগম বলেন, ম‌নোনয়ন যু‌দ্ধে তার প্রতিদ্বন্দী আ‌মিনা আলী‌কে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন। তি‌নি সবার সহ‌যোগিতা নি‌য়ে মানু‌ষের পা‌শে থে‌কে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।