প্রধানমন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ





প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোম সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কনতে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো করার লক্ষ্যে তিনি এ আমন্ত্রণ জানিয়েছেন।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) রোমে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মানিলো দে স্তেফানো এই আনুষ্ঠানিক আমন্ত্রণের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে হয়েছে, আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে আব্দুল মোমেন বলেন, নিকট ভবিষ্যতে দুইপক্ষের জন্য সুবিধাজনক সময়ে শেখ হাসিনা ইতালি সফর করবেন।
আন্ডার সেক্রেটারি স্তেফানোর সঙ্গে বৈঠকে বিনিয়োগের সুবিধা তুলে ধরে ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া, তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখা।
ইতালির আন্ডার সেক্রেটারিকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে আগামী বছর একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকায় আসার বিষয়ে একমত হন।