‘বুলবুলে’ ক্ষতিগ্রস্তদের সহায়তায় কোস্ট গার্ড

বুলবুলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কোস্ট গার্ড

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি উদ্ধার অভিযান, ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর আগে কোস্ট গার্ডের ছোট বড় জাহাজসহ প্রতিটি স্টেশন ও আউটপোস্টে অতিরিক্ত সদস্য মোতায়নসহ জোনগুলোতে কন্ট্রোলরুম স্থাপন করা হয়।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক জানান, মোংলা অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় উদ্ধার ও ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার জন্য জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিচ্ছিন্ন এলাকা থেকে প্রায় ১৪ হাজার ৩৪৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। ঘূর্ণিঝড় চলাকালীন হাতিয়ার ঠেংগারচরে ঝড়ে ভেসে যাওয়া একটি ট্রলারকে (১৪ জন জেলেসহ) উদ্ধার করা হয়। এ ছাড়া, ভোলার চরফ্যাশনে ডুবে যাওয়া ট্রলার থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সাতক্ষীরার কয়রা ও গাবুরা এলাকায় ২টি জাহাজ, সুন্দরবনের দুবলার চরে ১টি জাহাজে করে জরুরি উদ্ধার কাজ, ত্রাণ বিরতণ ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া, কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড়ের কারণে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহোযোগিতা দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তীকালীন জরুরি উদ্ধারকাজ ও যেকোনও সহায়তার জন্য কোস্টগার্ড কন্ট্রোল সেলের মোবাইল নম্বর—বরিশাল বিভাগের জন্য ০১৭৬৬৬৯০৬২১, খুলনা বিভাগের জন্য ০১৭৬৬৬৯০৪০১, চট্টগ্রাম বিভাগের জন্য ০১৭৬৬৬৯০১৭১ এবং অতিরিক্ত ০১৭৬৬৬৯০০৪৯ রাখা হয়েছে।