আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর আলোচিত হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করা হয়। সেসময় আদালতে উপস্থিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় আইএসের ছবিসহ টুপি দেখা যায়। এই টুপি সে কারাগার থেকে সংগ্রহ করেছে কিনা কারা অধিদফতর তা তদন্ত করে। গত শনিবার (৩০ নভেম্বর) কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) কাছে জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়, এই টুপির বিষয়ে কারাগারের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
আরও পড়ুন-
রিগ্যানের মাথায় আইএস টুপি: কারও সংশ্লিষ্টতা পায়নি কারা কর্তৃপক্ষ