কৃষিখাতের সব ক্ষেত্রে স্বাবলম্বী হতে হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

কৃষি উন্নয়নের ওপর জোর দিয়েছেন পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। তিনি বলেন, ‘একটা সময় দেশে খাদ্যের অভাব ছিল। এখন ১৬ কোটি মানুষের খাদ্যের অভাব নেই। এটা সম্ভব হয়েছে কৃষি খাতের উন্নয়নের জন্য। এর মূল নায়ক কৃষকরা। আমাদের কৃষি খাতের সব ক্ষেত্রে স্বাবলম্বী হতে হবে।’

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ব্র্যাক সেন্টারে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

এ সময় “ফ্রম দি গ্রাউন্ড আপ: ব্র্যাক’স ইনোভেশন ইন দি ডেভেলপমেন্ট অব অ্যাগ্রিকালচার ইন বাংলাদেশ অ্যান্ড বেয়ন্ড” নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। সম্পাদনা করেছেন মোশতাক চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, এ. সালেক ও হিউগ ব্রামার। এই চারজন ছাড়াও বইটির বিভিন্ন অনুচ্ছেদ রচনা করেন ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, অধ্যাপক এস ডি চৌধুরী, ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ও অধ্যাপক সাইফুদ্দিন শাহ।

‘ফ্রম দি গ্রাউন্ড আপ: ব্র্যাক’স ইনোভেশন ইন দি ডেভেলপমেন্ট অব অ্যাগ্রিকালচার ইন বাংলাদেশ অ্যান্ড বেয়ন্ড’ বইটির মোড়ক উন্মোচন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আম্রপালির বীজ এদেশে প্রথম এনেছে ব্র্যাক। কৃষিতে এ রকম অনেক ছোট ছোট কাজই পরে বড় পরিসরে চালু করে সাফল্য এসেছে। তারই কিছু চিত্র এই বইয়ে উঠে এসেছে।’

সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে মোশতাক চৌধুরী বলেন, ‘শস্য উৎপাদন, পোল্ট্রি শিল্পের অগ্রগতি, পশু-পালন ও মাছ চাষে উৎপাদনশীলতা বাড়াতে নতুন নতুন পদ্ধতি নিয়ে মাঠপর্যায়ে ব্র্যাক কীভাবে কাজ করছে তা এই বইয়ে উঠে এসেছে। শুধু তাই নয়, বাংলাদেশের সফল কর্মসূচির অভিজ্ঞতা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রণয়নের মাধ্যমে অর্জিত সফলতাও তুলে ধরা হয়েছে।’

ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘স্যার ফজলে হাসান আবেদের নেতৃত্বে ব্র্যাক এ দেশে কৃষিতে অনেক উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে। কৃষি কেবল আমাদের গৌরবময় ঐতিহ্যই নয়, উজ্জ্বল ভবিষ্যতও। সরকারের সহযোগী হিসেবে সেই লক্ষ্য অর্জনেই এগিয়ে যাচ্ছে ব্র্যাক।’

ড. হোসেন জিল্লুর রহমানের সভাতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল অ্যামেরিটাস সায়েন্টিস্ট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ড. কাজী এম. বদরুদ্দোজা, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম, কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক কৃষি সচিব এএমএম শওকত আলী এবং চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ সিরাজ।