আগামী বছর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে

রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধআগামী বছর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘আগামী বছর শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে। ইতোমধ্যে আমাদের হাতে ৩০০ জনের নাম রয়েছে। যাচাই-বাছাই শেষ করে আগামী বছর প্রকাশ করা হবে।’

শনিবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজারে  বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে মন্ত্রী একথা জানান।

বুদ্ধিজীবীদের হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘আইনের কারণে তাদের ফেরত নিয়ে আসা যাচ্ছে না। তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা চলছে।’