দেশের আড়াই লাখ মানুষ ভিক্ষুক: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদদেশে ভিক্ষুকের সংখ্যা নির্ধারণের জন্য সমন্বিতভাবে কোনও জরিপ হয়নি বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত জরিপ তুলে ধরে মন্ত্রী জানান, প্রাপ্ত তথ্যমতে দেশে ভিক্ষুকের সংখ্যা ২ লাখ ৫০ হাজার। এ হিসাবে দেশে শূন্য দশমিক ১৭ ভাগ মানুষ ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।’

সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। দেশে ভিক্ষুক পুনর্বাসনে চলতি অর্থবছরে ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।