রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব সংসদে

জাতীয় সংসদ অধিবেশন সংসদের প্রথম দিন সাংবিধানিক নিয়ম রক্ষায় রাষ্ট্রপতির দেওয়া ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাব আনা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এই ধন্যবাদ প্রস্তাব আনেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তার ওই প্রস্তাব সমর্থন করেন সাবেক চিফ হুইপ আসম ফিরোজ।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে প্রথম দিন আলোচনা করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুস শহীদ, হাবিবে মিল্লাত, জান্নাতুল বাকিয়া, সাইফুজ্জামান শিখর, জাকিয়া তাবাসসুম প্রমুখ।

গত ৯ জানুয়ারি সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বরাবারের মতো মন্ত্রিসভার ঠিক করে দেওয়া ভাষণ দেন রাষ্ট্রপতি।