বিচারাধীন মামলা ৩৬ লাখ ৪০ হাজার, সংসদে আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক (ছবি: সংগৃহীত)দেশে বর্তমানে (সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত) বিচারাধীন মামলার সংখ্যা ৩৬ লাখ ৪০ হাজার ৬৩৯টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৪ লাখ ৫৩ হাজার ১০৭টি এবং ফৌজদারি মামলা ২০ লাখ ৯০ হাজার ৫২৬টি। এছাড়া অন্যান্য (কনটেম্পট পিটিশন, রিট, আদিমসহ) মামলার সংখ্যা ৯৭ হাজার ৪টি। রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। বর্তমান সংসদের সদস্য বগুড়া-১ আসনের আব্দুল মান্নানের মৃত্যুকে শোকপ্রস্তাব গ্রহণের পর বৈঠকের সব কার্যক্রম স্থগিত হয়। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
আনিসুল হক বলেন, বিচারাধীন মামলার মধ্যে উচ্চ আদালতে আছে ৫ লাখ ১৩ হাজার ৩৯৬টি এবং নিম্ন আদালতে আছে ৩১ লাখ ২৭ হাজার ২৪৩টি। বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পদ সৃষ্টি, শূন্য পদে নিয়োগসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।