ভোটার তালিকা সংশোধন বিল সংসদে

ভোটার তালিকা হালনাগাদে কার্যক্রমের সময় বাড়াতে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল’ সংসদে তোলা হয়েছে। প্রস্তাবিত বিলে হালনাগাদ কার্যক্রমের সময় ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বিলটি তুললে তা পরীক্ষা-নিরীক্ষা করে তিন দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

বিদ্যমান বিলে একটি ধারার আংশিক সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বিলের ১১ নম্বর ধারায় ভোটার তালিকা হালনাগাদের সময়কাল বিদ্যমান ২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির পরিবর্তে ২ জানুয়ারি থেকে ২ মার্চ করার প্রস্তাব করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, ‘প্রতি বছর ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে খসড়া হালনাগাদ ভোটার তালিকা করে চূড়ান্ত ডাটাবেজে অন্তর্ভুক্ত করে সারাদেশে সিডি আকারে তৈরি করা অনেক কষ্টসাধ্য।’ জাতীয় ভোটার দিবসের সঙ্গে মিল রেখে ২ মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করার প্রস্তাবের কথাও তিনি জানান।