আতিকুলের বিরুদ্ধে অভিযোগ ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আতিকুল ইসলামঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আনা বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের দুটি অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এ বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২০ জানুয়ারি) রাতে ৩৮ নং ওয়ার্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী মোর্শেদ ও ২৬ নং ওয়ার্ডের মহুয়া আফরোজকে এ-সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠানো হয়।
আতিকুলের বিরুদ্ধে তোলা অভিযোগ দুটি হলো তাবিথের নির্বাচনি প্রচারণার মাইক ভাঙচুর এবং আচরণবিধি লঙ্ঘন।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে আবুল কাসেম বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে তাবিথ আউয়াল নির্বাচন কমিশনকে অভিযোগ দেন। কমিশন এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এর ভিত্তিতে তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছি।’

 

আরও পড়ুন...
‘আতিকুলকে কারণ দর্শাতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে’