মাধ্যমিক স্তরে কোনও বিভাগ না রাখার চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী

দীপু মনি (ফাইল ছবি)মাধ্যমিক শিক্ষায় পাঠ্যসূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘মাধ্যমিক স্তরে নবম-দশম শ্রেণিতে বিভাগ না রাখার চিন্তাভাবনা চলছে।’ সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর একই বিষয়ের ওপর শিক্ষা অর্জনের মাধ্যমে তাদের ভিতকে মজবুত করা হবে। এরপর একাদশ শ্রেণি থেকে বিভাগভিত্তিক লেখাপড়া করার সুযোগ থাকবে।’

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘চলতি বছরে প্রাথমিক স্তরে ভর্তির হার ৯৭ দশমিক ৭৪ ভাগ। সারাদেশে বিদ্যালয় যাওয়ার উপযোগী শতভাগ শিশুকে ভর্তির জন্য সরকার নেওয়া সব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তাদের পাঠদানে সম্পৃক্ত করার জন্য ভর্তি করা হয়েছে।’ এর ফলে বিদ্যালয় যাওয়ার উপযোগী প্রায় শতভাগ শিশুকে ভর্তির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।