চীন থেকে বাংলাদেশিদের ফেরত আনতে ফ্লাইট রেডি রেখেছি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘করোনা ভাইরাসের কারণে চীনের উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য আমরা তালিকা তৈরি করেছি। এছাড়া তাদের আনতে আমরা ফ্লাইট রেডি রেখেছি। বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চীনে অবস্থিত কয়েকজন বাংলাদেশি আপাতত সেখানেই থাকতে চান বলে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কয়েকজন বাংলাদেশির সঙ্গে আলাপ হয়েছে। তারা আপাতত সেখানেই থাকতে চাচ্ছেন। কারণ হিসেবে তারা জানিয়েছেন, এ অবস্থায় এখন বাংলাদেশে আসা তাদের ঠিক হবে না। চীনে অসুখ হলে তারা খরচ দেবে, চিকিৎসাসেবা দেবে। তাই তারা কিছুদিন পরে আসতে চায়। কারণ বাংলাদেশেষ আসলে কী সেবা পাবে, তা বলা মুশকিল বলে তারা জানিয়েছেন।’
অধিকাংশ বাংদেশিদের এই মতামত কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি বলতে পারবো না, তবে কয়েকজন বলেছে। এছাড়া বাংলাদেশিরা আগে আসলেও আমাদের পর্যবেক্ষণে থাকবে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে এ বিষয়ে চাইনিজরা সক্ষম।’